টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে টরন্টো ফিল্ম ফোরাম এর আয়োজনে গত ১২ নভেম্বর শনিবার সন্ধ্যায় মুনতাসির মামুনের গ্রন্থ ‘পৃথিবীর পথে বাংলাদেশ : সাইকেলে আলাস্কা থেকে টরন্টো’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী এবং গ্রন্থ নিয়ে আলোচনা করেন লেখক ও অনুবাদক ফারহানা আজিম শিউলি।
উল্লেখ্য, মুনতাসির মামুন একজন সাইকেল পরিব্রাজক ও পর্বাতোরাহী। পৃথিবীর ছয়টি মহাদেশে তিনি সাইকেলে ভ্রমণ করেছেন। পেশাগত জীবনে প্রকৌশলী মামুন ২০১৪ সালে তাঁর অস্ট্রেলিয় বন্ধু সারাহ-জেন সল্টমার্শ সহ ৯৪ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে টরন্টোতে এসেছিলেন সাইকেল চালিয়ে। তাদের সেই ভ্রমণ বৃত্তান্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে। ২৯২ পৃষ্ঠার বইটি গত অক্টোবর মাসে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে।
প্রকাশনা উৎসবে গ্রন্থটির মূল আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক ফারহানা আজিম শিউলি এমন একটি গ্রন্থ লেখার জন্য লেখক মুনতাসির মামুনের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, লেখক যে মুন্সিয়ানায় নিজের সাইকেল ভ্রমণের বৃত্তান্ত শৈল্পিকভাবে উপস্থাপিত করেছেন তা বাংলা সাহিত্যে বিরল।
প্রকাশনা উৎসবে লেখক মুনতাসির মামুন তার এই ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং উপস্থিত দর্শকদের সাথে তার ভ্রমণ এবং গ্রন্থ নিয়ে মতবিনিময় করেন। তিনি তাঁর এই সাইকেল ভ্রমণের পরিকল্পনা এবং তাকে বাস্তবায়িত করার বিভিন্ন ঘাত-প্রতিঘাত এবং আনন্দ-বেদনার কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি আসাদ চৌধুরী মুনতাসির মামুনকে ধন্যবাদ দিয়ে বলেন, মামুনের এই কাজ বাংলা ভ্রমণ সাহিত্যে এক অনবদ্য সংযোজন হয়ে রইল।
তিনি মামুনকে আহ্বান জানান, তিনি যেন তার সব ভ্রমণের উপর বই লিখে বাংলা ভাষার পাঠকদের পড়ার একটি নতুন দিক উম্মোচিত করেন।
প্রকাশনা উৎসবে স্ক্যারবরো সাউথ ওয়েস্ট এর এমপিপি (মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট) ডলি বেগম ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেন নি। তবে তিনি এমন এক কষ্টসাধ্য পথে সাইকেল চালানোর জন্য এবং তার উপর একটি গ্রন্থ রচনা করার জন্য মুনতাসির মামুনকে সাধুবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত দর্শকদের সাথে মুনতাসির মামুনের মনবিনিময় অনুষ্ঠিত হয়। এই মতবিনিময়ে তার সাইকেল ভ্রমণ এবং গ্রন্থ নিয়ে তাকে প্রশ্ন করেন শিল্পী সৈয়দ ইকবাল, লেখক ঋতু মীর, সাংবাদিক সুমন রহমান, সাংবাদিক শওগাত আলী সাগর, লেখক শারমিন শর্মী, সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন দুলাল, কবি হোসনে আরা জেমী এবং চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল। প্রকাশনা উৎসবটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন