বিএমএস এনএসডব্লিউ (বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথওয়েলস) আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে এক যুগ পূর্তির অনুষ্ঠান উদযাপন করেছে। এ উপলক্ষে গত শনিবার ওয়েস্ট পিনাট হিলস পার্কে বনভোজন ও ফ্যামিলি ডে আউটের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিল ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতা, গানের তালে তালে বালিশ খেলা ও বড়দের নৃত্য, সাথে মজার মজার হাসির কথোপকথন। আরও ছিল নানা রকম মজাদার খাবারের আয়োজন। বাঙালি সংস্কৃতি দিয়ে সাজানো অনুষ্ঠানটি সবাই অনেক বৈচিত্র্য ও আনন্দ নিয়ে উপভোগ করেন।
লাল সবুজের নানা ডিজাইনের পোশাক, শাড়ি ও অলংকারে ঝলমলে হয়ে ওঠে ওয়েস্ট পিনাট হিলস পার্ক। কেক কাটা, ডাক্তারদের জন্য একটি সুন্দর মগ উপহার এবং প্রাণবন্ত ম্যাগাজিন প্রকাশের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আয়োজকরা অংশগ্রহণকারী সমস্ত চিকিৎসক পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডি প্রতিদিন/এমআই