সিডনিতে বিজয় দিবস উপলক্ষে বিডি কমিউনিটি হাব সিডনির আয়োজনে বাউল শিল্পী সফি মন্ডল ও দিপাকে নিয়ে কমিউনিটি সেন্টারের সামনে বিজয়ের পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয়ের পতাকা উত্তোলন করা হয়।
এক সংক্ষিপ্ত আলোচনায় প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল খান রতন বলেন, বিজয়ের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধু, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ যারা দেশের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের সবার অবদানের কথা শ্রদ্ধায় স্মরণ করছি।
উল্লেখ্য, বিডি কমিউনিটি হাব সিডনি আগামী ১৮ ডিসেম্বর (রবিবার) মিন্টো স্টেশন সংলঘ্ন বিশাল ভেন্যু ৩৭-৪১ লিঙ্কন স্ট্রিট মিন্টুতে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত বিজয়ের উৎসবেরও আয়োজন করেছে। তারা বিজয় মেলায় অংশগ্রহণের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানান।
বিডি প্রতিদিন/এমআই