আগামী ফেব্রুয়ারির বইমেলায় প্রবাসী রম্য লেখক বায়াজিদ গালিব এর রম্য গল্পের বই ‘বাসর রাতের বিড়াল’ প্রকাশিত হতে যাচ্ছে। বরাবরের মত এ বছরও বইটির প্রকাশনার দায়িত্বে ছিল ‘মম প্রকাশ’।
‘বাসর রাতের বিড়াল’ বইটি সম্পর্কে প্রবাসী রম্য লেখক এবং ‘আলবার্টা রাইটার্স ফোরাম’ কানাডার সভাপতি বায়াজিদ গালিব বলেন, বর্তমান বিশ্বের সামগ্রিক অবস্থার কথা চিন্তা করে পাঠকদের জন্য একটু ভিন্ন আঙ্গিকে হাস্যরস এবং প্রেমের উপাখ্যান তুলে ধরা হয়েছে বইটিতে।
উল্লেখ্য, শৈশবের দুই বন্ধুর সাথে হঠাৎ দেখা রেল গাড়ী ভ্রমনের সময়। দুই বন্ধুর জীবনের অল্প অল্প গল্প থেকে বেরিয়ে এসেছিল বাসর রাতের এক বিড়াল। সে কারণেই বইটির নামকরণ এটা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক