কাতারে বাংলাদেশ ডিস্ট্রিক্ট ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গত শুক্রবার আল রায়হান মাঠে অনুষ্ঠিত হয়।
শুরুতেই ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৮ রান করে কুমিল্লা স্টার। পরে ৩ উইকেটে ১৭০ রান নিয়ে চ্যাম্পিয়ন হয় চিটাগাং রাইজিং স্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোকারম আলী চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা টিমের ক্যাপ্টেন সাবের হোসেন, চিটাগাংয়ের ক্যাপ্টেন মো. টিপু, রাজু চৌধুরী, সজিব, রায়হান, শেখ সাদি, তৌহিদুল ইসলাম, জাফর লস্কর, লিটন, নুর নবী রিপন, আরিফ হোসেনসহ অন্যান্যরা।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ