সিডনিতে সখের থিয়েটার এর নতুন নাটক ‘কিত্তন খোলা’ এর মহড়া শুরু হয়েছে। বিডি হাব কমিউনিটি হলে এই মহড়ায় স্থানীয় শিল্পীবৃন্দ অংশ নেন। নাট্যাচার্য সেলিম আল দীনের মহাকাব্যিক উপাখ্যান কিত্তন খোলা।
নাটকটির নির্দেশক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহীন শাহনেওয়াজ জানান, সিডনি ও ক্যানবেরায় কঞ্জুস নাটক মঞ্চায়নের অভাবনীয় সাফল্য ও ব্যাপক জনপ্রিয়তার পর ঢাকা থিয়েটারের অনবদ্য প্রযোজনাকে সিডনিতে করার সাহস করলাম।
নাটকটি আগামী অক্টোবরে মঞ্চস্থ হবে। তিনি সবাইকে সখের থিয়েটারের সাথে থাকার বিনীত অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/হিমেল