ইতালি আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইতালির রোমে পিয়েচ্ছা ভিত্তোরিও ফুড অব রোমা হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এসময় ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, আবু তাহের, জামান মুক্তার, জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও ইতালি আওয়ামী লীগ ও রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ-সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মূলত ৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখে। ঐতিহাসিক এই দিনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আরও বলেন, এই ভাষণ শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাবে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃত ৭ মার্চের ভাষণটির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করেই ইউনেস্কো ২০১৭ সালে এ ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ (World Documentary Heritage) হিসেবে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’(Memory of the World International Register)-এ অন্তর্ভুক্ত করেছে । শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/কালাম