বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
সন্ধ্যায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির দ্বিতীয় পর্বে ছিল পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর কনসাল জেনারেলের বক্তব্য ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কনসাল জেনারেল তার স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ কর্মময় জীবন ও অর্জনের কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব ও বাংলাদেশের স্বাধীনতায় অসামান্য অবদানের কথা উল্লেখ করে তার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন এবং প্রবাসী সকলকে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের মাঝে উপহার বিতরণ করা হয় ও উপস্থিত শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এমআই