গত ২২ সেপ্টেম্বর মিশরের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মিলিত প্লাটফর্ম ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর’ এর উদ্যোগে ‘বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। নীলনদ, পিরামিড ও সাহারা মরুভূমির দেশ, নবী-রাসূলদের স্মৃতিময় পদ চারণায় মুখরিত, মিশরের বিশ্ব বিখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ সমস্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি ছাত্রদের একমাত্র সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন। সবার আস্থার প্রতীক। এ যেন ফারাও ভূমিতে, লাল সবুজের এক টুকরো ভূখণ্ড।
বাংলাদেশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যে, ইত্তেহাদ নানাবিধ কাজ করে যাচ্ছে। ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টে, বাৎসরিক শিক্ষা সফর, সাংস্কৃতিক নানা প্রতিযোগিতা, শিক্ষামূলক কর্মসূচি, ঈদ পুনর্মিলনী, ইফতার প্রোগ্রাম, নানান দিবস উদযাপন ইত্যাদি কর্মসূচি পালন করে আসছে। মিশরের রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে, দূতাবাস আয়োজিত বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবসে অর্গানাইজেশনটি বিভিন্ন পারফরমেন্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
দল মত নির্বিশেষে এই সংগঠন একটি ঐক্যমতের প্রতীক। যেখানে বাংলাদেশের সমস্ত মতাদর্শের ছাত্রগণ নিজেদের দূরত্ব ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ইসলামের অনন্য সৌন্দর্য ফুটে উঠে এ সংগঠনের মাধ্যমে। দারুল আরকাম ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। অর্গানাইজেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা ও মিশরের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ ৷
সংগঠনের সাধারণ সম্পাদক সাইমুম আল-মাহদীর উপস্থাপনায় পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি নাজিব শাওকী। এরপর পিএইচডি ও এমফিল গ্ৰাজুয়েশন সম্মাননা ও বিভিন্ন স্তরের কৃতী শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয় এবং বাংলাদেশের স্টুডেন্ট অর্গানাইজেশনের ২০২২-২৩ সেশনের সারা বছরের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ।
পরবর্তীতে অর্গানাইজেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান ২০২৩-২৪ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জহিরুল ইসলাম নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। মুহাম্মদ শিহাব উদ্দিন দিকনির্দেশনামূলক বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।
২০২৩-২৪ সেশনের নতুন কমিটিতে যেসকল মেধাবী শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন তারা হলেন :
সভাপতি শাহেদুল ইসলাম, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, অর্থ সম্পাদক আনাস বিন মামুন, সহকারী অর্থ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মো. শামসুদ্দিন সাকিব, সহকারী শিক্ষা সংস্কৃতি সম্পাদক ফয়সাল মাহমুদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুর রহমান বিন মুহাম্মদ, সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ আবু সায়েম।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। তিনি বলেন, মিশরে ছাত্রদের কল্যাণার্থে দূতাবাস সব সময় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক