সিডনিতে প্রবাসীরা ‘ত্রিনয়ণী’র আয়োজনে দুইদিনব্যাপী সর্বজনীন দুর্গা পূজা বিপুল আনন্দ-উৎসাহে পালন করেন। সিডনির রোজলিয়া কমিউনিটি হলে শনিবার সকাল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলে এ উৎসব।
প্রতিদিন সকালে পূজা-অর্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়।
এবারের পূজাতে শিল্পী প্রত্যাশা ইকবালের করা মণ্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করে। মূল মণ্ডপ ছাড়াও তৈরি করা কুঁড়েঘর-ঢেকি, আলোকসজ্জা সবার প্রশংসা পায়। সিডনির ব্ল্যাক টাউন সিটি কাউন্সিল মেয়র এন্থনী ব্লিসডেস পূজাতে অথিতি হিসাবে এসে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সিডনির শিল্পী রাসেল ইকবাল, নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, কায়জার চৌধুরী, ডাঃ ফারজানা ইউসুফ, লারিনা নুপুর রোজারিও, ডাঃ মোকার্রম হাসানসহ অন্য শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবে রূপ দেন।
প্রবাসীরা পূজোর প্রতিমা, মণ্ডপ সজ্জার সাথে আথিতেয়তার প্রশংসা করেন। অথিতিদের মতে ত্রিনয়ণীর আয়োজিত পূজাতে এসে তারা নিজের পূজার অনুভূতি পেয়েছেন। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল সবধর্মের প্রবাসীদের ঊপস্থিতি আর সহযোগিতা। পূজার আয়োজকেরা সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/নাজমুল