সিডনির মিন্টোর ভিক্টোরিয়া পার্কে আজ ৯ এপ্রিল (বুধবার) সকাল ৯ টায় স্থানীয় এমপি ড. মাইক ফ্রিল্যান্ডার আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের জন্য পঞ্চাশ হাজার ডলার অনুদানের ঘোষণা করেন।
তিনি বলেন, মিন্টোর ভিক্টোরিয়া পার্কে দক্ষিণ পশ্চিম সিডনির বহুসংস্কৃতির সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার জন্য পুনর্নির্বাচিত আলবেনিজ লেবার সরকার ম্যাকআর্থারে একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানাতে এবং উদযাপনের জন্য ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাথে অংশীদারিত্বে মিন্টোতে স্মৃতিস্তম্ভ নির্মাণে এই অনুদান নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই স্মৃতিস্তম্ভটি প্রতিষ্ঠিত হবে।
এ সময় অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মন্ত্রী টনি বার্ক এমপি, নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং, শিল্প ও বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং এমপি, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়র ডার্সি লাউন্ড, ডেপুটি মেয়র কাউন্সিলর কারেন হান্ট, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান আশ উপস্থিত ছিলেন।
টনি বার্ক এমপি বলেন, ম্যাকআর্থার এলাকায় ৭৯টিরও বেশি ভিন্ন ভাষাভাষী মানুষদের অনেক দিনের আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নে ফেডারেল লেবার সরকার ক্যাম্পবেলটাউন কাউন্সিলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে মিন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে জেনে আমি খুবই আনন্দিত। ম্যাকআর্থারের একটি দ্রুত বর্ধনশীল বহুসংস্কৃতির সম্প্রদায়ের কাছে তাদের নির্বাচনি প্রতিশ্রুতি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য উদযাপনের জন্য একটি স্থান প্রদানে অবদান রাখবে।
ডার্সি লাউন্ড বলেন, মেয়র হিসেবে আমাদের বহুসংস্কৃতির সম্প্রদায়ের জন্য এই গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভটি নির্মাণের জন্য আমি ড. ফ্রিল্যান্ডার এবং ফেডারেল লেবার সরকারের সাথে কাজ করতে পেরে গর্বিত।
সিডনির ক্যাম্বেলটাউন এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থানীয় ক্যাম্বেলটাউন কাউন্সিলকে বিগত বছরগুলোতে বাংলাদেশি কমিউনিটির পক্ষে কাউন্সিলর মাসুদ চৌধুরী, কায়সার আহমেদ, মো. শফিকুল আলম, ড. রফিক ইসলাম, পারভেজ খান, কামাল পাশা, মো. মনিরুজ্জামান, মাসুদ পারভেজসহ কমিউনিটির নেতৃবৃন্দ পরিকল্পনা, ডিজাইনসহ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে অনুরোধ জানিয়ে আসছিলেন।
সিডনির ক্যাম্বেলটাউন এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য বিগত বছরগুলোতে স্থানীয় ক্যাম্বেলটাউন কাউন্সিলকে সাব কন্টিন্যান্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউনসহ বাংলাদেশি কমিউনিটির পক্ষে কাউন্সিলর মাসুদ চৌধুরী, কায়সার আহমেদ, ড. রফিক ইসলাম, পারভেজ খান, মো. মনিরুজ্জামান শিপন পরিকল্পনা ও ডিজাইনসহ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। অনুষ্ঠানে মো. শফিকুল আলম, কামাল পাশা, মাসুদ পারভেজসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ