দূরত্ব অনেক হলেও মনে হয়-
এই তো আছি, আত্মা থাকে যেখানে
আর রাত চিরে অন্ধকার এলে
জোনাক পোকার ডানায় ভেসে দপ করে জ্বলে ওঠে চোখ;
শান্তি আর নির্মল প্রার্থনার অন্য নাম ঘুম আমার আসে না।
চোখের নিচে কাল দাগ আমারও হয়
মৃত্যু আমাকেও বলে-কী লাভ এতো বেঁচে থেকে?
বাহুডোরে আমারও আগ্নেয়গিরি জ্বলে ওঠে
ডাঙায় ভেসে ওঠা মাছেদের জীবন নিয়ে আমারও হাঁসফাঁস হয়।
যদিও প্রকৃতিতে সন্ধ্যা নামে অনুরাগে; রাত গভীর হয়
ধ্রুবতারা সুর তোলে দূরের কোন গাঁয়।
হলুদ খামে আসে বেনামি চিঠি ভোরের ডাক বাক্সে।
চিঠির অক্ষরে ভেসে ওঠে-
এ দূরত্ব সুখের
এ দূরত্ব অমরত্বের।