মধ্যরাতে শরীরে যখন বিপ্লব জেগে ওঠে
ইকারুসের ঘোড়াগুলো তখন তীক্ষè খুরে
ছুটতে থাকে আমার বেদখল রণক্ষেত্রের দিকে।
আমার পিঠে ঘোড়া, ঘোড়ার পিঠে আমি
ছুটতে থাকি জীবনের ক্যাসলিং নিয়মে।
হিংস্র শত্রুরা অহর্নিশ কৌশলী হয়ে ওঠে,
আর ঘুমপ্রিয় পৃথিবী তখন ঘোর কেটে
খেলোয়াড় হয়ে ওঠে ক্রমাগত।