যদি হারিয়ে যেতে চাও
তবে ততোটাই দূরে হারাও
যেখানে ক্লান্তি খুঁজবে না কোনোভাবেই।
যদি নীরব হতে চাও
তবে এতোটাই নীরব হও,
সমস্ত সরব যেন ব্যাকুলতায় কাতর হয়।
যদি লীন হতে চাও
তবে বিলক্ষকে কর জয়,
বিলকন করো ভয় ও সংশয়।
যদি হারিয়ে যেতে চাও
তবে ততোটাই দূরে হারাও
যেখানে ক্লান্তি খুঁজবে না কোনোভাবেই।
যদি নীরব হতে চাও
তবে এতোটাই নীরব হও,
সমস্ত সরব যেন ব্যাকুলতায় কাতর হয়।
যদি লীন হতে চাও
তবে বিলক্ষকে কর জয়,
বিলকন করো ভয় ও সংশয়।