সমুদ্র সরে গেছে দূরে
পড়ে আছে ঢেউয়ের
কঙ্কাল
সেই তীর ধরে পৌঁছে যাই
সংগোপনে থাকা
সাঁকোটির কিনারে, যেখানে
মৃতনদী-গন্ধ
ধুলো হয়ে ওড়ে সন্ধ্যারাগে
আমরা
নদীর অন্তরাত্মা খননে
আত্মা নিয়োগ করি, আর
প্রাণ দিতে থাকি-
জল পাবো বলে...
সমুদ্র সরে গেছে দূরে
পড়ে আছে ঢেউয়ের
কঙ্কাল
সেই তীর ধরে পৌঁছে যাই
সংগোপনে থাকা
সাঁকোটির কিনারে, যেখানে
মৃতনদী-গন্ধ
ধুলো হয়ে ওড়ে সন্ধ্যারাগে
আমরা
নদীর অন্তরাত্মা খননে
আত্মা নিয়োগ করি, আর
প্রাণ দিতে থাকি-
জল পাবো বলে...