তোমরা তখন ঘুমিয়ে, আমি জেগে ছিলাম
জানালার কপাট খুলে দেখি চাঁদ নিমন্ত্রণ করছে আমাকে
বাহন হিসেবে পাঠিয়েছে শুকতারা, ধ্রুবতারা গাইড আর
পুরো আকাশ সাজানো হয়েছে আমার আবাসন হিসেবে
যার নকশা এঁকেছে রঙধনু
আমার সার্বক্ষণিক তত্ত্বাবধান করবে কয়েকটি নক্ষত্র
মেঘের সাদা গালিচায় ‘গার্ড অব অনার’ প্রদানে প্রস্তুত
সারি সারি তারার ফুল
সঙ্গীতের দায়িত্বে ঝিঁঝি পোকা আর আমাকে
রাজসিক সংবর্ধনা দেবে চাঁদ নিজেই।
চাঁদের অমন আড়ম্বরবহুল নিমন্ত্রণে শুকতারার বাহনে চড়ে
উপহার হিসেবে সঙ্গে নিলাম একটি কবিতা!