দিনাজপুর-পার্বতীপুর সড়কটির প্রায় ৩০কি.মি এলাকা এখন মরণ ফাঁদ। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তের কারণে সড়কটিতে অহরহ দুর্ঘটনা ঘটছে। অনেক সময় ছোট যানবাহন বড় যানবাহনকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যাচ্ছে। গত ছয় মাসে এ সড়কে দুর্ঘটণায় প্রাণ গেছে অন্তত নয় জনের।
প্রতিদিন এ সড়কটি দিয়ে দু'সহস্রাধিক ট্রাক, যাত্রিবাহী বাস, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি, ইজিবাইক, মেটরসাইকেল, নছিমন, করিমন, রিক্সাভ্যান চলাচল করে। অথচ একের পর এক দুর্ঘটণা ঘটার পরও সড়কটি মেরামত করা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা নেই।
এ সড়কটিতে গত ছয় মাসে দুর্ঘটণায় তিন জোড়া দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার হলেন-পার্বতীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের ফিরোজ ও তার স্ত্রী সীমা, আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের আকতার ও তার স্ত্রী আরুফা, একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তার ও রুমানা।