স্বাগতিক ভারতের বিরুদ্ধে দিল্লিতে আজ থেকে শুরু হওয়া চতুর্থ ও শেষ টেস্টে প্রথম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৫৬ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন প্রোটিয়াদের ডান হাতি অফব্রেক বোলার ডেন লিরয় পিয়েডত। টেস্ট ক্রিকেটে এটা তার দ্বিতীয় ম্যাচ মাত্র।
২০১৪ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় পিয়েডত'র। অভিষেক ম্যাচেই ৮ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন ২৬ বছর বয়সী এই বোলার। তাইতো ভারতের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও ৪টি উইকেট নিয়েছেন। দেখা যাক, দিল্লি টেস্টে শেষ পর্যন্ত কতটি উইকেট নিতে পারেন তিনি। ১৯৯০ সালের মার্চে কেপ টাউনে জন্ম তার।
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ