দাবা খেলার কঠিনতম 'ওপেন' হিসেবে বিবেচিত কাতার মাস্টার্স ওপেন দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নরওয়ের মাগনাস কার্লসেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার ভ্লাদিমির ক্রামনিককে টাই ব্রেকে হারিয়ে শিরোপা জেতেন কার্লসেন। শীর্ষ বাছাই এ তারকা সাত পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খবর দ্য হিন্দুর
কাতার মাস্টার্স ওপেনে বিশ্বের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন দাবাড়ু অংশ নেন। এর মধ্যে ছিলেন তিন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন, ভ্লাদিমির ক্রামনিক ও রাসলান পনোমারিয়ভ। চারজন বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা দাবাড়ুও এতে অংশ নিয়েছেন।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ