ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে সরে যেতে হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি অনুরাগ ঠাকুরকে। সরে যেতে হয়েছে বোর্ড সভাপতি অজয় শিরকেও। এখন নতুন সভাপতি খোঁজা হচ্ছে। কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, সেটা নিয়ে এখন গুঞ্জন চলছে দেশটির ক্রিকেটমহলে।
সম্ভাব্য তালিকায় সবার ওপরের নামটি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। পরবর্তী বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভই নাকি সবচেয়ে বেশি ফেবারিট। ভারতের অধিকাংশ সংবাদমাধ্যমে পরবর্তী সভাপতি হিসেবে সৌরভের নামটি নিয়েই আলোচনা হচ্ছে বেশি।
সাবেক ভারতীয় ক্রিকেট তারকা সুনীল গাভাস্কারও মনে করেন সৌরভই পরবর্তী বিসিসিআই সভাপতি হওয়ার যোগ্য। তিনি বলেন, 'সভাপতি পদে একটি নামই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সে নামটি হল সৌরভ গাঙ্গুলী।' খবর জিনিউজের।
একসময় ভারতের ক্রিকেটটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কলকাতার 'রাজপুত্র' খ্যাত সৌরভ। এদিন সেটিই আরেকবার মনে করিয়ে দিলেন গাভাস্কার। তিনি বলেন, ১৯৯৯-২০০০ সালের দিকে যখন ভারতের ক্রিকেট ফিক্সিং কাণ্ডে ধুঁকছিল তখনই সৌরভের নেতৃত্বেই তা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা