নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রাইস্টচার্চ টেস্টের জন্য রবিবার ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করা হয়।
ফলে পেসার মোস্তাফিজুর রহমানের সাদা পোশাকে ফেরা হচ্ছে না। তবে ফেব্রুয়ারিতে ভারত সফরে একমাত্র টেস্ট দিয়ে এই সংস্করণে ফিরতে পারেন মুস্তাফিজ। এরই মধ্যে ঘোষণা হওয়া ওই সিরিজের ৩০ জনের প্রাথমিক দলে আছেন তিনি।
ওয়েলিংটনে প্রথম টেস্টে দারুণ খেলছে টাইগাররা। ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের ওপর এক কথায় আধিপত্য বিস্তার করেই লড়ছে সাকিব-মুশফিকরা। ফলে দ্বিতীয় টেস্টে আর কোনো পরিবর্তন আনতে চাননি নির্বাচকরা।
এদিকে প্রথম টেস্টে আঙ্গুলে চোটের কারণে উইকেটরক্ষক হিসেবে থাকতে পারেননি মুশফিকুর রহিম। হয়তো দ্বিতীয় টেস্টেও উইকেটের পেছনে দাঁড়াতে পারবেন না তিনি। আর তার বদলি হিসেবে ইমরুল কায়েসও চোট পেয়ে হাসাপাতালে গেছেন। ফলে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের।
আগামী শুক্রবার (২০ জানুয়ারি) ক্রাইস্টচার্চে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশীষ রায়।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম