২২ গজে একের পর এক মাইলস্টোন ছুঁয়েছেন দুই ব্যাটসম্যান। পৌঁছেছেন তালিকার শীর্ষে। বিভিন্ন সময়ে ক্রিকেটের সেরাদের সঙ্গে তুলনা হয়েছে তাদের। কিন্তু, দু'জনের মধ্যে সেরা কে? কে বেশি ভালো ব্যাটসম্যান? কথা হচ্ছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ভারতের অধিনায়ক বিরাট কোহলির।
আর যিনি এই তর্ক শুরু করেছেন, তিনিও এক কিংবদন্তি ক্রিকেটার। অজি স্পিনার শেন ওয়ার্ন। সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন ওয়ার্ন। নিজের পছন্দও বলে দিয়েছেন। ৫ দিনের ক্রিকেটে স্মিথকে আমার কোহলির থেকে ভালো মনে হয়। জানান অজি ওয়ার্ন। যদিও নিজের খেলা সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় কোহলি ও স্মিথকে একসঙ্গে ১০ নম্বরে রেখেছেন কিংবদন্তি এই অফ স্পিনার।
কোহলিকে নিয়ে শেন ওয়ার্ন বলেন, ওয়ানডে, টি-টুয়েন্টি এবং টেস্টে স্মিথই আমার পছন্দ। অবশ্য পছন্দের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন ওয়ার্ন। 'আমার মতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতে এই ৩ দেশে টেস্টে ভালো পারফর্ম করা ব্যাটসম্যানকেই আমি এগিয়ে রাখব।'
প্রসঙ্গত, ইংল্যান্ডে কোহলির থেকে রানের বিচারে এগিয়ে স্মিথ। সেরা ব্যাটসম্যানদের তালিকায় ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাকে পর পর রেখেছেন ওয়ার্ন। এরপরই তৃতীয় স্থানে শচীন টেন্ডুলকার। চতুর্থ থেকে সপ্তম যথাক্রমে-গ্রেগ চ্যাপেল, রিকি পন্টিং, অ্যালান বর্ডার এবং জ্যাক ক্যালিস। অষ্টম স্থানে গ্রাহাম গুচ। নবমে এ বি ডিভিলিয়ার্স।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত