রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তির অনিয়মের অভিযোগে স্কুলের অধ্যক্ষকে অভিভাবকরা অবরুদ্ধ করেছে।
সোমবার আধা ঘণ্টা ধরে অধ্যক্ষ প্রফেসর মোহা. আলী আহসানকে অবরুদ্ধ করে রাখা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ১২০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মেধাক্রমানুসারে সর্বশেষ ৮৭ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। কিন্তু পরবর্তীতে ৮৫ নম্বর (রোল নং অ-১১০) প্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। এতে করে ৮৫ থেকে ৮৭ নম্বরের মধ্যে বাকী ৫৮ জন শিক্ষার্থী বাদ পড়ে। ফলে বাদ পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
অভিভাবকদের অভিযোগ, সর্বশেষ ৮৭ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হলেও নিয়মবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিনের ছেলে তাওসিফ আমিনকে (রোল নং-অ১১০) ভর্তি করানো হয়েছে। কিন্তু তার চেয়ে বেশি নম্বর প্রাপ্ত বাকী ৫৮ জন শিক্ষার্থীকে আসন সীমিত দেখিয়ে ভর্তি করানো হয়নি।
এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ বলেন, ১ম শ্রেণিতে এবার ১২০ জনকে ভর্তি করানো হয়েছে। কিন্তু আসন সীমিতের কারণে অভিভাবকদের দাবি অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ বাকী ৫৮ জনকে ভর্তি করানো সম্ভব হয়নি। অভিভাবকরা অযথা আমার ওপর চাপ প্রয়োগ করছে।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন