ব্যতিক্রমী আয়োজনে বাগেরহাটে কোমলমতী শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জের প্রত্যন্ত গ্রাম জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোড়েলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বশিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর মান্নান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন, এসএম মহিদ হোসেন স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে নাচ-গান ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। বাগেরহাট জেলায় এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ করে নেয়ায় অভিভাবকরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা প্রাণী সম্ভার, দোলনা, গ্রন্থ সম্ভারসহ আবাসিক হোস্টেলের ব্যবস্থা। শিক্ষার গুণগত মানে এই বিদ্যালয়টি বিভাগীয় পর্যায়ে স্থান করে নিয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ শরীফ/ রশিদা