ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শুভেচ্ছা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগের কর্মী রানা, শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, আতাউর রহমানসহ শতাধিক নেতা-কর্মী।
এব্যাপারে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থাদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে মিছিল করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/০২ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব