জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দ্যোগে আগামীকাল শুক্রবার এক বনভোজনের আয়োজন করা হয়েছে। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই জাবির প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম বনভোজন বলে জানান এর প্রধান উদ্দ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৬ তম ব্যাচের সাবেক ছাত্র মিনহাজ আহমেদ। বনভোজন প্রসঙ্গে তিনি বলেন, 'নিজেদের মাঝে বন্ধন অটুট রাখতেই এ আয়োজন করা হয়েছে। এটি সব জাবিয়ানদের পিকনিক ও আড্ডাবাজি। পুরা ক্যাজুয়াল প্রোগ্রাম। দিনভর মাস্তি করবো। গান হবে আড্ডা হবে। এছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল ড্র।'
বনভোজনের স্থান নির্ধারণ করা হয়েছে রত্ন কুটির রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের ২ নং গেট এর উল্টো দিকে। এ উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ৭টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে ছেড়ে-ফার্মগেট-সংসদ ভবনের কোনায় টি অ্যান্ড টি মাঠ-এন্ট্রেন্স-মহাখালী-কাকলী- খিলখেত-এয়ারপোর্ট-উওরা আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে পিকনিক স্পটে বাসটি পৌঁছাবে বলে জানান মিনহাজ।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ