জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মকর্তা সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে ড. সৈয়দ আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৯টায় ফল প্রকাশ করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে সফিকুল ইসলাম, সৈয়দ আলী আহম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ খসরু আলম, সহ-কোষাধ্যক্ষ ইউনুছ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক ময়নুল হক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেদায়েত উল্লাহ, দফতর সম্পাদক কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নিবাচিত হয়েছেন আনোয়ার হোসেন, মোহাম্মাদ জাহিদ আলম, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, গাফফার মিয়া, সিরাজুল হক শরীফ (জাকির), সঞ্জয় কুমার পাল, এস এম রুহুল আমিন, হাবীবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব