সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহিরাগত যুবকের মোটরসাইকেলের ধাক্কায় রিক্সাচালকসহ এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্তরের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ফারিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর আলমগীর কবীর।
সহকারী প্রক্টর আলমগীর কবীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে রিক্সাযোগে ছাত্রী হলের দিকে যাচ্ছিলেন ফারিয়া। গোলচত্বরের কাছাকাছি আসলে পেছন থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় ফারিয়াসহ ওই রিক্সাচালক ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন।
সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, বহিরাগত আহমেদ মোবাস্বির রাকিনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার সাব্বির খানের ছেলে ও পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
জাহিদ হাসান বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল ওই বহিরাগত যুবক । তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৬/হিমেল