সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি ছাত্রলীগের। তবে সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক সিনিয়র নেতাকে জুনিয়র কর্মীরা পেটানোর পর রাত ১২টায় শাহপরাণ হলে শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। সংঘর্ষে আহত শাখা ছাত্রলীগের সুমন তালুকদার, নাহিদ, উজ্জ্বল, মনিরুজ্জামান, পিয়াস, মুনকির, জয়, ইয়ামিন, শিহাব, মৃন্ময় দাস, শামসুল, জাহিদ, জুবায়ের, রুপক, মনোয়ার ও সীমান্তকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে শাহপরান হল প্রভোস্ট শাহেদুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। আর সংঘর্ষের ঘটনায় তেমন গুরুতর কেউ আহত হয়নি। এটা বড় কোন সংঘর্ষ নয়, তাই রাতে যাওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ