রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মোস্তাফিজ মিশু নামের এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিনারুল ইসলাম। বুধবার তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করা হয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) হুমায়ুন কবীর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক মোস্তাফিজ মিশু দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বেসরকারি টিভি ‘চ্যানেল নাইন’-এর রাজশাহী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী।
মামলা সূত্র থেকে জানায়, গত বছরের ১০ ডিসেম্বর আলোকিত বাংলাদেশ পত্রিকার অনলাইনে ‘রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে গড়িমসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে রাবি ছাত্রলীগের তৎকালীন কর্মী মিনারুল ইসলামের শিবিরের সঙ্গে জড়িত ও তিনি বিবাহিত বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিবির সম্পৃক্ততার অভিযোগে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪১৯ নং কক্ষ থেকে মিনারুলকে বের করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রকাশিত এই সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রায় তিন মাস পর গতকাল বুধবার মামলা দায়ের করেন মিনারুল ইসলাম।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৭/ফারজানা