দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার দুদকের একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে জাল নথি তৈরি করে অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত ১৫৯ জন সেকশন ও টেকনিক্যাল অফিসারকে অসৎ উদ্দেশ্যে সিলেকশান গ্রেডে স্কেল প্রদান এবং তাদের বেতন-ভাতা অন্যায়ভাবে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা ক্ষতির অভিযোগ রয়েছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ