চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসক মোস্তফা কামালকে মারধরের ঘটনায় দুই সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে এই কমিটি গঠন করে দেয় বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কমিটিতে থাকা দুই সদস্য হলেন, বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ ও লিটন মিত্র। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পেটের ব্যথা নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে যান এক ছাত্রী। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোস্তফা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন ছাত্রীটি।
কমিটির সদস্য হেলাল উদ্দিন আহম্মদ বলেন, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসককে যৌন হয়রানির দায়ে মারধরের ঘটনা তদন্তে উপাচার্য স্যার এই কমিটি গঠন করে দেন। কমিটিকে দ্রত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার