ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোহিত উল আলম এবং ভারপ্রাপ্ত ভিসি এ এমএম শামসুর রহমানের দুর্নীতির প্রতিবাদে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সাথে নতুন ভিসি নিয়োগের দাবিতে আজ সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষকরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবার ব্যানারে শিক্ষকদের একটি অংশ একই দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ শেষে প্রশাসনিক ভবনে তালা দেয়।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল