বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ‘ফেজ-এ’ মার্চ ২০১৮ সেশনের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর। রাজধানীর বুয়েট মেইন ক্যাম্পাস, বুয়েট পলাশী ক্যাম্পাস ও ইডেন মহিলা কলেজে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৬২টি ডিসিপ্লিনে ভর্তির জন্য ১ হাজার ৯৯টি আসনের বিপরীতে ৮ হাজার ১৬২ পরীক্ষার্থী অংশ নেবেন।
অনুষদ ভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা হলো- মেডিসিন অনুষদে ৪৭৫টি আসনে ৩ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী, সার্জারি অনুষদে ৪৫৯টি আসনে পরীক্ষার্থী ৩ হাজার ৩৩৮ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে পরীক্ষার্থী ১১৯টি আসনে ৯৬৩ জন এবং ডেন্টাল অনুষদে ৪৬টি আসনে ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম