রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’ পালন করা হয়েছে। রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
পরে পুরোকৌশল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ। বিভাগের শিক্ষক অনুতোষ দাশের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক আব্দুল ওয়াকিল, মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণীর মানুষকে নগর পরিকল্পনা ও এর সুফল সম্পর্কে অবগত করতে হবে। পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করে নাগরিক সাম্য প্রতিষ্ঠায় নগর ও অঞ্চল পরিকল্পনা যুক্তদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও দিবসটির কর্মসূচির মধ্যে ছিল ফটোগ্রাফি ও পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা। সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।#
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর