গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুহুর্মুহু ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে লালন শাহ আবাসিক হল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরপর ৬ টি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর করে হল ছাড়া করার ঘটনায় ক্যাম্পাসে দিনভর ছাত্রলীগ কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এই ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
লালন শাহ ও জিয়াউর রহমান হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানায়, রাত পৌনে একটার দিকে হঠাৎ করে একটি বিকট শব্দ শোনা যায়। এরপর ৭ থেকে ৮ মিনিট পরপর আরো ৫ টি বিকট শব্দ শোনা যায়। আমরা ধারণা করছি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।
এ বিষয়ে ইবি থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে আছি। তবে এ রকম কোন ঘটনা ঘটেনি।’
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান