রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কেন রাকসু চাই’ শীর্ষক মতবিনিময় সভা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের আয়োজনে ওইদিন বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হবে।
শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি কিংশুক কিঞ্জল।
লিখিত বক্তব্যে তিনি জানান, ‘এদিন বেলা ১২টায় বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে নির্ধারিত সময়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন রাকসুর সাবেক ভিপি রাগিব হোসেন মুন্না ও ১৯৯০-৯১ সালের সিনেট প্রতিনিধি বাবুল খান।
এছাড়া এদিন রাত ৮টায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্ত হবে।’
সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল ও রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ