জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়য়ের আহমেদ হত্যার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আজ বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আজ এ মামলার পেপারবুক থেকে ১০জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল বুধবার বাকি সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন করা হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হতে পারে বলে জানিয়েছেন জাহিদ সারওয়ার কাজল।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী রানা কাউসার।
উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ভোরে জুবায়ের মারা যান। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মদিনাবাগ নাবলাপাড়া গ্রামে।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল