আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে দাঁড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত।
এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ছাত্রলীগের এককর্মী গুরুত্বর আহত হন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিডিপ্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান