নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এম অহিদুজ্জামান নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় ভিসি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ৩০টি বিষয়ে ছয়টি ইউনিটে ১ হাজার ৩২০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৭২ হাজার ২৯৮ শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫ হাজার ২৭০ জন এবং উত্তীর্ণ হয় ৪৪ হাজার ২৯১ জন। মোট পাশের শতাংশ ৮০.১৪। আগামী ৪ নভেম্বর থেকে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন মো: ইউসুফ মিঞা, সামজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সৈয়দ আতিকুল ইসলাম, ট্রেজারারার ড. ফারুক উদ্দিন ও রেজিষ্ট্রার প্রফেসর মো: মমিনুল হক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ