শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচ লুব্ধক-এর (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) ক্যাম্পাসে পরিচিতিমূলক দুইদিনব্যাপী অনুষ্ঠান ‘দা প্রোলগ’ শুরু হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে কেক কেটে অনুষ্ঠনের উদ্বোধন করেন প্রক্টর জহির উদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে প্রক্টর প্রোগ্রামের পিছনে যারা নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সামিউল ইসলাম এবং বিভিন্ন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি বের করে, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডবল গ্রাউন্ডে এসে শেষ হয়। এছাড়া বিকেল ৫টায় হ্যান্ডবল গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড ‘নোঙ্গর’, ‘রিম’ ও ইন্ট্রোর ব্যান্ড ‘লুব্ধক’র পাশাপাশি প্রধান আকর্ষণ হিসেবে থাকছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’র পরিবেশনা।
প্রোগ্রামের আহ্বায়ক আরিফুর রহমান পাভেল বলেন, প্রশাসনের ইতিবাচক সাহায্যের ফলে খুব অল্প সময়ের মাঝে সবার অংশগ্রহণের মাধ্যমে এই প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করতে সবার ঐকান্তিক প্রচেষ্টায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন বৃহস্পতিবার থাকছে বিকেল ৩টায় সাইকেল রাইডিং, ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৮টায় গালা ডিনার ও রাত ৯টায় ডিজে নাইট।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৮/মাহবুব