রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস ড্রাইভারসহ হেলপারের নামে মামলা করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের আইবিএস’র সহযোগী অধ্যাপক কামরুজ্জামানের অভিযোগের প্রেক্ষিতে ২৭৯/৩৩৮ এর ক ধারায় এই মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন বাসের ড্রাইভার আব্দুস সালাম ও হেলপার আব্দুল হাই।
মামলার বাদী অধ্যাপক কামরুজ্জামান বলেন, ১৪ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে প্রবেশের সময় রাজ মেট্রো-স-১১-০০১১ নম্বরের একটি বাস আমার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হই। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করে। বর্তমানে আমি একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর গত ২১ অক্টোবর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ করি। সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। আমার মনে হয়েছে দুর্ঘটনাটি স্বাভাবিক নয়। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে কিংবা ষড়যন্ত্র করে আমার গাড়িকে ধাক্কা দেয়া হয়েছে। আমি এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত বিচার চাই।
তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মমিন বলেন, মামলার দায়িত্ব পেয়েছি। তদন্ত কাজ চলছে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, বাস দুর্ঘটনার ঘটনায় রাবি শিক্ষক কামরুজ্জামান বাদি হয়ে মামলা করেছেন। মামলার তদন্তের জন্য এসআই আ: মমিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা