চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন করবে আগামী সোমবার (৫ নভেম্বর)। ১৯৬৮ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বিভাগটি। নবীন ও প্রবীণদের অংশগ্রহণে মূল অনুষ্ঠান হবে ফেব্রুয়ারি ২০১৯ এর মাঝামাঝি সময়ে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় সভায় সূবর্ণজয়র্ন্তী অনুষ্ঠান উৎযাপন কমিটির সদস্যরা এসব তথ্য জানান।
সোমবার অনুষ্ঠিতব্য সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় র্যালীর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ- উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।
মতবিনিময় সভায় রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ চবির একটি ঐতিহাসিক বিভাগ। এ বিভাগের বহু প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষক দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, ১৯৬৯-৭০ সেশনে প্রফেসর ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আর আই চৌধুরী) সভাপতিত্বে বিভাগের যাত্রা শুরু হয়। বর্তমানে আমাদের অনার্সের শিক্ষার্থী সংখ্যা ৬০০ এর অধিক। আশা করছি আগামী ফেব্রুয়ারিতে নবীন ও প্রবীণদের অংশগ্রহণে আমরা এক মিলনমেলার আয়োজন করতে পারবো।
সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে উৎযাপন কমিটি গঠন করা হয়।এতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়কারী প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, যুগ্ম সদস্য -সচিব এ জি এম নিয়াজ উদ্দিন এবং ট্রেজারার মো. বখতেয়ার উদ্দিন।
সভায় আহ্বায়ক প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, ৫ নভেম্বর বিভাগের ৫০ বছর পূর্তি উৎযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। ফেব্রুয়ারি ২০১৯ এর মাঝামাঝি অনুষ্ঠিতব্য আমাদের মূল অনুষ্ঠান নবীন এবং প্রবীণদের অংশগ্রহণ এক মহা মিলনমেলায় পরিণত হবে। এ উপলক্ষে আমরা শীঘ্রই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করব।
এছাড়াও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার, প্রফেসর ড. এ কে এম মাহ্ফুজুল হক, প্রফেসর ড. এ জি এম নিয়াজ উদ্দিনসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার