রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আপন (৩২) নামে এক সাইকেল চোরকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবন থেকে ওই চোরকে আটক করা হয়।
আটক চোরের নাম আপন (৩২)। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, এক সাইকেল চোরকে হাতেনাতে ধরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আমাকে ফোন করে। আমি ওই চোরকে পুলিশে সোপর্দ করতে বলেছি।
জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, আজ সকাল থেকেই ক্যাম্পাসে এক অপরিচিত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সিরাজী ও রবীন্দ্রভবনের আশেপাশে ঘোরাফেরা করছিল। সিরাজী ভবনের এক প্রহরী সেই ব্যক্তির ঘোরাঘুরি সন্দেহজনক মনে করে আমাকে খবর দেয়। পরে সেই অপরিচিত ব্যক্তির প্রতি নজর রাখার জন্য প্রহরীকে জানাই। দুপুরের দিকে ওই ব্যক্তি রবীন্দ্র ভবনে প্রবেশ করলে প্রহরী আমাকে খবর দেয়। তখন টুকিটাকি চত্বর কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রবীন্দ্রভবনে গিয়ে দেখি সেই ব্যক্তি আইন বিভাগের কাছে একটি সাইকেলের তালা খোলার চেষ্টা করছে। তখন আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি।
ঘটনার সময় টুকিটাকি চত্বরে অবস্থানরত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগের সম্পাদক ফয়সাল আহমেদসহ কয়েকজন ছাত্রলীগ নেতা এক ব্যক্তিকে রবীন্দ্র ভবন থেকে ধরে নিয়ে আসে। এসময় সেই ব্যক্তির কাছে অনেক চাবি, হাতুড়ী ও স্ক্র ড্রাইভার ছিল। টুকিটাকিতে নিয়ে আসার পর সেই ব্যক্তিকে ছাত্রলীগের কয়েকজন নেতা চড়-থাপ্পর মারে। এসময় সেই ব্যক্তি চুরি করার বিষয়টি স্বীকার করে। পরে টুকিটাকিতে পুলিশ আসলে ছাত্রলীগের নেতারা তাকে পুলিশের কাছে তুলে দেয়।
জানতে চাইলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ বলেন, ‘ক্যাম্পাস থেকে এক চোরকে ধরে নিয়ে আসা হয়েছে। এখন তাকে থানায় রাখা হয়েছে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম