বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। এখন শিক্ষা মানে দক্ষতা, প্রযুক্তি ও মানসম্মত শিক্ষা। আর শিক্ষকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। ছাত্র-ছাত্রীদের উচিত সব সময় শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা।
তিনি আজ রাজধানীর শ্যামলীতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডঃ নাজমুল আহসান কলিমুল্লাহ’র আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফাউন্ডেশন ক্লাসে লেকচারার হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষক সমাজ হচ্ছে জাতির পথ প্রদর্শক, সমাজ বিনির্মাণের কারিগর। তাদের প্রদর্শিত পথে প্রজন্মের সন্তানেরা আলোর পথ খুঁজে পায়।
শেখ সালাহউদ্দিন বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারাই পারেন শিক্ষার্থীদেরকে আদর্শবান নাগরিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। শিক্ষার্থীদেরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরী করার পিছনে আপনাদের ভূমিকা অপরিসীম।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সোহেলা মুসতারী, মোঃ মাসুদ উল হাসান, প্রভাষক নাজমা আক্তার, জেসমিন নাহার ঝুমু, কাজী নেওয়াজ মোস্তফা, সোহাগ আলী, এ কে এম মাহমুদুল হক, মো: আমিনুল ইসলাম, মোঃ মুসরিফুর জিলানী ও মোঃ রহমতউল্লাহ প্রমুখ ক্লাসে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন