পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার, শিক্ষার্থীদের নায্য দাবি মেনে নেওয়া, ক্যম্পাসে শিক্ষা কার্যক্রম চালু করা ও সকল প্রশাসনিক কর্তাব্যক্তিদের পদত্যাদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার সাড়ে ১১ টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে তারা এই মানববন্ধন করে।
কয়েক শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছিলাম। গত ৫ নভেম্বর আমরা সাত দফা দাবিতে আন্দোলন করছিলাম। অথচ প্রশাসন বার বার আশ্বাসের পরেও দাবি পূরণ না হওয়ায় ওইদিন সাধারণ শিক্ষার্থীরা ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভাইস চ্যান্সেলর স্যারকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে আমাদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের সভায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কারসহ অনির্দিষ্টকালের জন্যে ক্যম্পাস বন্ধ ঘোষণা করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ক্যম্পাস খুলে দিয়ে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা আরো বলেন, অযোগ্য, অদক্ষ প্রশাসন বিশ্ববিদ্যালয় চালাতে ব্যর্থ হয়ে দশ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আমাদের বন্ধু দশজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, কোষাধাক্ষ্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ সকল প্রশাসনিক পদের কর্তাব্যক্তিদের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। একই সাথে ক্যম্পাস খুলে দিয়ে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনারও দাবি করছি।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল