রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা সামনে রেখে হল বন্ধের সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শিক্ষার্থীরা। জানা যায়, আগামী ৩০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ৬ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল সমূহ বন্ধ থাকবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, আবাসিক হলগুলোতে প্রায় এক হাজার শিক্ষার্থী আছেন। পরীক্ষা চলাকালীন সময়ে এই শিক্ষার্থীরা কোথায় যাবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিন হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকলেও ভর্তি পরীক্ষায় এলাকা থেকে ছোট ভাই-বোনেরা ভর্তি পরীক্ষা দিতে আসবে। তাদের সাহায্য করার জন্য হলেও ক্যাম্পাসে থাকা প্রয়োজন। কিন্তু প্রশাসনের এরূপ সিদ্ধান্তের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এবিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী সোহেল রানা সবুজ বলেন, আমার জানা মতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি যা বেরোবিতে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দিলেও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ডরমেটরী বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এই সিদ্ধান্তে আমরা সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছি।
হল বন্ধের ব্যাপারে বঙ্গবন্ধু হল প্রভোস্ট আলহাজ্ব তাবিউর রহমান প্রধান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে কিছুই বলার নাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার খাতিরে হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো একাডেমিক ভবন গুলো একবারে কাছেই। ভর্তি পরীক্ষায় যেহেতু লোক সমাগম বেড়ে যাবে তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের সমস্যার কথার জানালে তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে একাডেমিক সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তারা এ সময় বাড়ি চলে যেতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন