শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘হাল্ট প্রাইজ’ অন ক্যাম্পাস রাউন্ড শুরু হবে ১ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘হাল্ট প্রাইজ’র ক্যাম্পাস প্রতিনিধি সামসুল হোসেন সাদী এসব তথ্য জানান।
তিনি জানান, হাল্ট প্রাইজের লক্ষ্য মূলত বিশ্বের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আনা। তিনটি ইভেন্টের মাধ্যমে ‘হাল্টপ্রাইজ এট সাস্ট’র কার্যক্রম চলবে। সবকটি ইভেন্টই অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিং এর গ্যালারি-১ এ।
প্রথমটি হবে ১ ডিসেম্বর ওয়ার্কশপ এন্ড ইনফোসেশন যেখানে ‘হাল্ট প্রাইজ’ নিয়ে ধারণা দেয়া হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত। এরপর ৮ ডিসেম্বর সেমিফাইনাল রাউন্ডে অনলাইনে সাবমিশনকৃত আইডিয়া হতে সিলেক্টেড ২৫টি টিম প্রেজেন্টেশনের সুযোগ পাবে এবং সর্বশেষ ১৫ ডিসেম্বর সেমিফাইনাল রাউন্ড হতে বাছাই করা ৬টি টিম ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। পরবর্তীতে ফাইনাল থেকে একটা টিমকে অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে সিলেক্ট করা হবে।
টিম রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানা যাবে এই সাইটে। আইডিয়া সাবমিট করা যাবে এইখানে এবং আইডিয়া জমা দেয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর।
বিডি প্রতিদিন/ফারজানা