শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার সকালে আইআইসিটি ভবনের কনফারেন্স রুমে নতুন বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রেজা সেলিম, সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মুমিন, ড. ফরিদা চৌধুরী এবং কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন। এসময় বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও সিএসই সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্বগ্রহণকালে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম পূর্বসূরিদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভাগের স্বর্ণালী অগ্রযাত্রা আরেকধাপ এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ড. ইসলাম আমেরিকা ও সৌদি আরবের দুটি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন খণ্ডকালীন শিকতার সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি শাবি’র কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা