চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহাঙ্গীর রাজুর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে চবির সোহরওয়ার্দী ছাত্রাবাসের পাশে এতিম আলীর কটেজের একটি সেমিপাকা টিনশেডের ভাড়া কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তার বাবা লেবানন প্রবাসী।
ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানান, রাজুর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সকালে তারা ডাকতে এসে সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ছাদের সঙ্গে রাজুর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার